“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

মঙ্গলবার, ৮ মে, ২০১৮

কবি

।। সুপ্রদীপ দত্তরায় ।।

(C)Image:ছবি









ন্যি কবি, মানতে হবে সত্যি আছো বেশ 
রাজ্য জুড়ে মিটিং মিছিল 
বাদ প্রতিবাদে উজানভাটি উত্তাল পরিবেশ ।
চায়ের কাপেতে উঠেছে তুফান 
ডি ভোটার আর এনআরসির গান 
স্থানে স্থানে জেপিসির মহা সমাবেশ ।
খুলো চোখ, দেখো গোল্লায় গেছে  দেশ, 
বিষয় একটাই শুধুই অনুপ্রবেশ 
কারো বুকে ভয়, কারো গর্জন
অস্তিত্বের সংকটে স্বকীয়তা বর্জন 
সাথে তথাগত বিজ্ঞের দল।
কারো চোখে জল, কারো হিংসা দ্বেষ
এ এক অদ্ভুত দেশ । কেউ থাকতে চায়
কেউ তাড়িয়ে তাদের নেতা হতে চায়
কেউ ভিটে ছেড়ে এসেছে এদেশ
কেউ মরিয়া তাদের পাঠাবে বিদেশ
সংখ্যালঘু শৃগালের ধূর্ত ইশারায়।
কে করে দাবি এ শরাইঘাটের যুদ্ধ 
কে বুঝেও সব আজ গৌতম বুদ্ধ 
কার মাংস কে খায়,  বোঝা বড় দায়।
এত ক্ষোভ, এত ঘৃণা, হায় আল্লাহ
ছিল এক, এখন হাজারো মসীহ ।
জনে জনে খোঁজ নাও সব ওরা কাজী
বিচ্ছিন্নতার বিষে সর্বাঙ্গে সাজি
জ্বলছে নিজে সাথে পরেরে জ্বালায়।
বারুদ তাতানো আছে , প্রচণ্ড তাপ
চাই শুধু স্ফুলিঙ্গের কণা অভিশাপ 
কলির কুরুক্ষেত্র বুঝি শুরু হবে হায়।
তবে সাবাস বটে কবি! তুমি সত্যি আছো বেশ 
এতসব ঘটে যায়, তুমি শুধু শ্রোতা 
চোখেতে তোমার আজো মদিরার নেশা
এখনো নীরব তুমি, নিশ্চুপ, নির্বিকার 
এখনো ঝরে না রক্ত মসীতে তোমার !
মিছিলে মেলাতে পা সংকোচ অধিক 
ধিক তোমায় কবি, ধিক, শতাধিক ।





কোন মন্তব্য নেই: