“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

রবিবার, ১১ মার্চ, ২০১৮

অভাব

।।  সুপ্রদীপ দত্তরায়।।
(C)Image:ছবি








মলিকা আজ প্রথম বসন্ত 
তোমাকে খুব মনে পড়ছে আজ ।
হাত ধরে পাশাপাশি মনুমেন্ট ধার ,
চলতে চলতে গায়ে গায়ে ঠোকা ,
পপকর্ণ আর বারোমজার ফাঁকে
 
উতাল হাওয়ায় ভাসা অবাধ্য স্মৃতি ;
অতীত আমায় উজান পথে টানে ,
কমলিকা তোমাকে আজ খুব মনে পড়ে ।
অন্ধকারে যে খেলা খেলেছিলেম
আলোর ঠিকানা দিলেন আলোর দেবতা ,
আজ সায়াহ্নে তারই আশ্রয়ে আছি
আমি আর আমার স্মৃতির মণিকোঠা ।
কেমন আছি, নাই বা শুধালে তুমি ,
ভালো নই তাই বা বলি কেমনে ,
সবই আছে এই নিঃস্বতার রাজ্যে
 
কমলিকা আমার অভাব একটাই ।
জানি না উৎসব কেন ফিরে ফিরে আসে ।


কোন মন্তব্য নেই: